জিনিয়াস কিডস সিজন-২ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত। পবিত্র মাহে রমাদান উপলক্ষে শিশুদের জন্য প্রতিষ্ঠিত প্রথম আইপি চ্যানেল কিডস ক্রিয়েশন টিভি আয়োজিত আকিজ প্লাস্টিকস নিবেদিত কুইজ কম্পিটিশন “জিনিয়াস কিডস সিজন-২’ এর গ্র্যান্ড ফিনালে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয়।কিডস ক্রিয়েশন টিভির প্রধান নির্বাহী সংবাদপাঠক ও বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-নির্ভিক সাংবাদিক, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
প্রধান অতিথি বলেন-শিশুদের জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করনে কিডস ক্রিয়েশন টিভির এ আয়োজন সত্যিই অনন্য, জ্ঞানভিত্তিক জাতি গঠনে কিডস ক্রিয়েশন টিভির এ জার্নি যাতে অব্যাহত থাকে এ কামনা করছি। ড.চৌধুরী মাহমুদ হাসান বলেন- কিডস ক্রিয়েশন টিভিকে যতটুকু জানি তারা সত্যিই অসাধারণ সব অনুষ্ঠান নির্মান করছে,যেমন থ্রিডি কার্টুন সিরিজ আব্দুল্লাহ।”জিনিয়াস কিডস অনুষ্ঠানটিও আমাদের জাতীয় জীবনে যে জ্ঞানের খরা রয়েছে তা মেটাতে মাইলস্টোনের ভূমিকা রাখবে বলে আশা করি।
বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন-শিক্ষাবীদ ড. আ জ ম ওবায়দুল্লাহ, বিশিষ্ট মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানছুর, এএমডি,ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জামাল উদ্দীন মজুমদার শিশু আইকন, জিরো অলিম্পিয়াড হোস্ট ফাতিহা আয়াত, শিশু আইকন, কিডস ক্রিয়েশনের অনুষ্ঠান উপস্থাপক সুবাহ শাফায়েত সিজদা, জনাব আবেদুর রহমান সাংস্কৃতিক সংগঠক,বিসিএ চেয়ারম্যান। জনাব মাহবুব মুকুল সিইও,প্যানভিশন টিভি।
এ ছাড়াও উপস্থিত ছিলেন- ডিইউজের সভাপতি মো: শহীদুল ইসলাম, চ্যাম্পিয়ান ও রানারআপ টীম অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানবৃন্দসহ বিশিষ্টজন। অনুষ্ঠানটির উপস্থাপনা ছিলেন নাট্যকার আহসান হাবিব খান। পরিচালনায় হাবীবুল্লাহ শিকদার।
কুইজ কম্পিটিশন “জিনিয়াস কিডস সিজন-২ প্রচারিত হবে পবিত্র মাহে রামাদানে প্রতিদিন বিকাল ৪:৩০ মিনিটে একিই সাথে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল GTV ও দেশের প্রথম শিশুতোষ আইপি চ্যানেল Kids Creation TV তে। অনুষ্ঠানটির পাওয়ার্ড বাই – ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ।




